• ঢাকা
  • রবিবার , ৯ নভেম্বর ২০২৫ , রাত ০৩:৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ
রিপোর্টার : রাজশাহী ও সিরাজগঞ্জ প্রতিনিধি
নুরের ওপর ‘হামলা’: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নুরের ওপর ‘হামলা’: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রিন্ট ভিউ

ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহী ও সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন গণঅধিকার পরিষদের সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

অপরদিকে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ মোড়ে দলের সিরাজগঞ্জ জেলা শাখার নেতা-কর্মীরা অবরোধ করেনন। অবরোধ চলাকালে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়ে আসে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পরে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

এরপর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতারা ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে বলে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন। আহত অবস্থায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নুরুল হক নুরের উপর ‘হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে তার দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

এ সময় তারা ‘ছাত্র নাগরিক জনতা, গড়ে তুল একতা’, ‘জুলাইয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘ফ্যাসিবাদের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘ভিপি নুর আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘বাহ ইউনুস চমৎকার, জাতীয় পার্টির পাহারাদার’ ইত্যাদি স্লোগান দেন।

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ মোড়ে বিক্ষোভ করেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ মোড়ে বিক্ষোভ করেন গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

সমাবেশ বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বক্তব্য রাখে। তারা নুরের ওপর ‘হামলার’ নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

বেলা পৌনে ১২টা থেকে ঘন্টাব্যপাী যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর ও সয়দাবাদ মোড়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে সংযোগকারী মহাসড়কটি অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা কমিটির আহবায়ক মমিন ফয়সাল ও সদস্য সচিব ইউসুফ আলী বক্তব্য রাখেন। তারা হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুত ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের ৭০/৮০জন নেতাকর্মী গোলচত্বরে ১০ মিনিটের মতো মহাসড়ক অবরোধ করে রেখেছিল। ওই সময় সেতু দিয়ে যানবাহন বন্ধ হয়ে যায়। এরপর তারা মিছিল নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে সয়দাবাদ এলাকায় গিয়ে শেষ করেন।

ওসি বলেন, ঘন্টাব্যাপী এ কর্মসুচি চলাকালে মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক অসুবিধা হয়। তবে কর্মসুচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

জাতীয়

আরও পড়ুন